গাংনীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত নববর্ষ -১৪২৯

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৯৭ বার পঠিত

 

পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ-১৪২৯) উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল মঙ্গল শােভাযাত্রা (র‍্যালি) ও আলােচনা।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শােভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান-প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

এতে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক এমএ খালেক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন-এর প্রতিনিধি মনিরুজ্জামান আতু,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল-আল মারুফ। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম,গাংনী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,গাংনী (বাঁশবাড়ীয়া) টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন,গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক আফজাল হােসেন,গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর