গাজীপুরে উলিপুরের আশিফ নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৬৮৭ বার পঠিত

< শাহীন মন্ডল, উলিপুর,কুড়িগ্রাম > গাজীপুর শ্রীপুর পৌরসভার বাহেরের চালা গ্রামে গত শুক্রবার(৮ নভেম্বর) একটি কলাবাগান আরিফুল ইসলাম আশিফ (১৮)নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত আরিফুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ সরদারপাড়া গ্রামের আতাউর রহমানের পুত্র। দুই ভাইয়ের মধ্যে আরিফুল ছোট। সে গত দুই মাস থেকে শ্রীপুরের বহেরার চালার মিতালী ফ্যাশন গার্মেন্টস এ কর্মরত ছিল। তাকে হত্যার খবরে বাড়ীতে চলছে শোকের মাতম। ছেলে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন নিহতের পরিবার। শ্রীপুর থানা পুলিশ জানায়,এলাকাবাসীর খবর পেয়ে থানার এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কলাবাগানের ভিতরে একটি স্যালো মেশিনের পুরনো গর্ত থেকে হাত,পা বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো কাটিং এর নাইফ ও এক জোড়া জুতা উদ্ধার করে পুলিশ। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জানায়,লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর