জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু তীব্র নিন্দা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৬২৯ বার পঠিত

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু’র তীব্র নিন্দা প্রকাশ


গতকাল রাত আনুমানিক ১০.৩০ টার দিকে আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু,, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদেরের নির্দেশনা অনুযায়ী তৃণমূল জাতীয় পার্টি কে শক্তিশালী করতে,, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা ভাই কয়েক দফায় খুলনা জেলা সহ বিভাগীয় কয়েকটি জেলায় তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টি কে শক্তিশালী করতে,, ও সাংগঠনিক কার্যক্রম আরো সুসংগঠিত করতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন এবং সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় এমন কয়েকটি কমিটি কে বিলুপ্ত করে, নতুন আহ্বায়ক কমিটি গঠন করে তার অনুমোদন দেন।

যাহার অন্তর্ভুক্ত একটি খুলনা মহানগর কমিটি, যার আহ্বায়ক এ্যাড. এস এম মঞ্জুরুল আলম ও সদস্য সচিব আলহাজ্ব মোশারফ হোসেন। গতকাল কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম শেষে ঢাকা থেকে ফিরে খুলনা পৌঁছে, রাত আনুমানিক ১০.৩০ টার দিকে , খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর‌ রহমান টেপা ভাইয়ের পরামর্শ ও তার প্রদেয় চিঠি মোতাবেক সাংগঠনিক কিছু দিক নির্দেশনা মূলক আলোচনা করতে ফোন করি এবং তা শেষ করে ফোন কেটে দেই।
কিন্তু পরবর্তীতে কিছু দলীয় নামধারী লোক পদের লোভে মোহিত হয়ে আমার ও কয়েক জন ত্যাগী নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা মূলক ও বিভ্রান্তিকর বক্তব্য ও ফেসবুক পোস্ট প্রদান করছে। যাতে, তারা সুনির্দিষ্ট ভাবে আমার নাম উল্লেখ করে, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মঞ্জুরুল আলম কে ফোন মারফত জীবন নাশের হুমকি প্রদান করেছি, এই ধরনের ফেসবুক পোস্ট করা হয়।

যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার ৩৫ বছরের রাজনৈতিক জীবনে কোনদিন কোন পেশী শক্তির রাজনীতি করি নাই, এবং এমনকি আমার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলাও নেই। এমন অবস্থায় আমি আমার দলীয় কোন নেতার বিরুদ্ধে জীবন নাশের হুমকি দেব, যা দেখে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। এন এস আই, ডি জি এফ আই, সি টি এস বি সহ সকল গোয়েন্দা সংস্থার নিকট আমার সম্পর্কে সকল তথ্যে আছে।

তাছাড়া ফোন অপারেটর কোম্পানির কাছে সকল তথ্য থাকার কথা। এমতাবস্থায়, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি প্রমান করতে না পারেন, তাহলে আমি আইনুগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আর যদি এই অভিযোগ যৌক্তিক ও সত্য হয় তাহলে আমি সেচ্ছায় রাজনীতি ছেড়ে দিব এবং আইন অনুযায়ী আমার যা বিচার হবে তা মাথা পেতে নেব। তবে প্রমান করতে না পারলে, নিশ্চয়ই পার্টির গঠনতন্ত্র মোতাবেক ও দেশের আইন মোতাবেক ব্যবস্থা নিব।।

 মহানগর আহবায়ক ম‌হোদ‌য়ের অ‌ভি‌যোগ  বিস্তারীত ভি‌ডিও‌ নিচের লিংকে

https://www.facebook.com/100002221911976/videos/pcb.3474313332652696/3474294282654601/

https://www.facebook.com/100002221911976/videos/pcb.3474313332652696/3474366422647387

https://www.facebook.com/100002221911976/videos/pcb.3474313332652696/3474373339313362

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর