ফ্লাইট ছাড়ার এক ঘণ্টা পূর্বে বোর্ডিং কার্ড ইস্যু করতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ১৮৩ বার পঠিত

 

অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়ার ত্রিশ মিনিট পূর্বে এবং আন্তর্জাতিক ফ্লাইট ছাড়ার এক ঘণ্টা পূর্বে বোর্ডিং কার্ড ইস্যু (চেক ইন কাউন্টার) বন্ধ হচ্ছে বলে এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বিমান। নিরাপত্তাজনিত কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ভ্রমণের জন্য বিমান এই নির্দেশনা জারি করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরাপত্তাজনিত কারণে অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে এবং আন্তর্জাতিক রুটের ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের ১ (এক) ঘণ্টা পূর্বে বোর্ডিং কার্ড ইস্যু (চেক ইন কাউন্টার) বন্ধ হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সকল ক্ষেত্রেই নিরাপত্তা তল্লাশির জন্য ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্ততঃ ২০ (বিশ) মিনিট পূর্বে বোর্ডিং গেটে যাত্রীর উপস্থিতি বাধ্যতামূলক। অন্যথায়, সংশ্লিষ্ট যাত্রীর যাত্রা ব্যাহত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর