মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৬৫৭ বার পঠিত

“মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেফতার “

?️মামলা নং- ৪৯,
হাজারীবাগ থানা, তারিখ – ২২/১০/২০২০.ধারা- মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৬(২)/৭/৮(২)।
?️মডাস অপারেন্ডি- মরিশাসে Employment ভিসায় প্রেরণের আশ্বাস দিয়ে টাকা গ্রহণ এবং ভুয়া ট্রাভেল ডকুমেন্ট সরবরাহ করে পলাতক হওয়া।
?️ঘটনার বিবরণ- কুড়িগ্রামের ১৫ জন ভিকটিমের প্রত্যেকের কাছ থেকে ৪ লক্ষ করে টাকা গ্রহণ করে ভুয়া বিমান টিকেট/ BMET সীল/ট্রেনিং এর ভুয়া ডকুমেন্ট সরবরাহ করে। চক্রের ২ জন সদস্য মরিশাসে বাকী ৩/৪ সদস্য দেশে অবস্থান করে কার্যক্রম চালায়। ভিকটিমদের অভিযোগ এর ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করে ০১ জন আসামি গ্রেপ্তারপূর্বক মামলা দায়ের করা হয়।
?️আসামির নাম-
মনিরুল ইসলাম জ্যাকব(৪৭)
?️অপারেশন –
ঢাকা মেট্রো পশ্চিম (টীম-৪)

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর