মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় সমর্থন কানাডার৷

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯
  • ১৬৬ বার পঠিত

সংখ্যালঘু রোহিঙ্গাদের বিতাড়ন ও গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আরো একটি পদক্ষেপ নিলো কানাডা। সম্প্রতি গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে যে মামলা করেছে তাতে সমর্থন দিয়েছে দেশটি।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমার সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলায় সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা৷
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে উদ্ধৃত করে দ্য কানাডিয়ান প্রেস এ খবর দিয়েছে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে৷
গত সোমবার মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করে আফ্রিকার দেশ গাম্বিয়া৷
মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়৷
এক বিবৃতিতে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘মিয়ানমার সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগের বিষয়টিতে ক্যানাডার সমর্থন রয়েছে৷ এ বিষয়ে কীভাবে পূর্ণ সহায়তা প্রদান করা যায় সে পথ খুঁজছে কানাডা।’
গাম্বিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরো বলেন, বিষয়টি আইনি সমাধানের জন্য সমমনা দেশগুলোকে নিয়ে কাজ করবে তার দেশ। রোহিঙ্গা নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে এবং মিয়ানমারে দীর্ঘ মেয়াদে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করবে কানাডা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর