রংপুরের আগ্নেয়াস্ত্র-গুলি, ফেনসিডিল খায়রুজ্জামান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫০৮ বার পঠিত

র‍্যাব-১৩, রংপুরের সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত 16/10/2019 খ্রিস্টাব্দ তারিখ মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে

লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫ নং চন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ চন্দ্রপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ০১(এক) টি ৭.৬৫ এম এম বিদেশি পিস্তল, ০২( দুই) টি ওয়ান শুটার গান, ০১( এক) টি ম্যাগাজিন, ০২(দুই) রাউন্ড গুলি, ৭২ বোতল ফেনসিডিল, ০১(এক) টি মোবাইল ফোন, ০২(দুই) টি সিম কার্ড, ০১(এক) টি মেমোরি কার্ড ও মাদক বিক্রয়লব্ধ নগদ ৭০০০(সাত হাজার) টাকাসহ মোঃ খায়রুজ্জামান @ খয়ের @ জামাল (৩২) পিতা-মৃত তসলিমউদ্দিন, সাং-চন্দ্রপুর(৮নং ওয়ার্ড), থানা কালিগঞ্জ, জেলাঃ লালমনিরহাট কে গ্রেফতার করে। অভিযুক্ত দীর্ঘদিন যাবৎ চন্দ্রপুর সীমান্ত এলাকায় আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ক্রয়-বিক্রয় চোরাচালানের সাথে জড়িত। তার আত্মীয়-স্বজনের বেশিরভাগ সদস্য সীমান্তের ওপারে ভারতে বসবাস করার সুবাদে অত্যন্ত সুকৌশলে মাদকের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। চন্দ্রপুর বাজারে নিজস্ব হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে সে মাদক ব্যবসা করত বলে জানা যায়। অভিযুক্ত অবৈধভাবে উক্ত আগ্নেয়াস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখেছিল। উক্ত অভিযুক্ত লালমনিরহাট জেলার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। আরও জানা যায় যে, উক্ত অভিযুক্তের বিরুদ্ধে লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় ১১( এগার)টির অধিক মামলা রয়েছে। ধৃত অভিযুক্ত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাসহ বিভিন্ন এলাকায় কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল চোরাচালান ক্রয়- বিক্রয় করতো। অভিযুক্তের বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর