রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ২ হায়দরাবাদে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪৬২ বার পঠিত

বিস্ফোরণের পর কারখানাটি
সোমবার হায়দরাবাদ শিল্পাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন সেখানকার আরও ৪ শ্রমিক। তাঁর মধ্যে ২ মহিলাও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বালানগর কে পুরুষোত্তম জানান, নিহতদের নাম অবরীশ ও আনোয়ার। দুই শ্রমিকের বাড়িই বিহারে। কী করে এদিন বিস্ফোরণ ঘটল, তার বিশদ এখনও জানা যায়নি বলে দাবি করেন পুলিশকর্তা। তবে, অন্য একটি সূত্র দাবি করে, কারখানার রিঅ্যাক্টরেই এই বিস্ফোরণ ঘটেছে। জানা গিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে হায়দরাবাদের জীবিকা লাইফ সায়েন্সেস প্রাইভেট লিমিটেডের কারখানায়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় সেখানে ২০ শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর ওই ইউনিটের ছাদ উড়ে গিয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল, ৫০০ মিটার দূর থেকেও তাঁর আঁচ পাওয়া যায়। গোটা এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। ভয়ে কারখানা চত্বর ছেড়ে পালিয়ে যান কর্মরত শ্রমিকেরা। রাজ্য বিপর্যয় টিম ও দমকলের যৌথ প্রয়াসে চার ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর