শাওমি মোবাইলে ফের বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৬৬১ বার পঠিত

 

 

শাওমির স্মার্টফোনে ‘কোনো কারণ ছাড়াই’ আগুন ধরে যাওয়ার আরেকটি অভিযোগ উঠেছে। এবার ভারতের মুম্বাইয়ের এক ব্যবহারকারী ফেইসবুক পোস্টে বিস্ফোরিত ফোনের ছবিসহ নিজের অভিযোগ তুলে ধরেছেন।

গত জুনে বাংলাদেশের ঢাকার এক সাংবাদিক ও আগস্টে বরিশালের এক চিকিৎসক একই অভিযোগ করেন। এই কোম্পানির ফোন নিয়ে গত কয়েক বছরের ভেতর এমন একাধিক অভিযোগ পাওয়া যায়।

বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের এক যুবকের রেডমি নোট ৭এস ফোনে আগুন ধরে যায়। ঈশ্বর চাবান নামের ওই ব্যবহারকারী বলছেন, গত অক্টোবরে ফ্লিপকার্ট থেকে ফোনটি কিনি। ২ নভেম্বর পর্যন্ত ঠিক ছিল। সেদিন বিকেলে টেবিলের ওপর রাখা ফোনে হঠাৎ দেখলাম আগুন ধরে গেছে। তবে ওই সময় তার ফোন চার্জে ছিল না বলেও দাবি করেন তিনি।

তবে টাইমস অব ইন্ডিয়ার কাছে শাওমি দাবি করে, কোম্পানির ত্রুটি নয়; ব্যবহারকারীর কারণেই ফোনে আগুন ধরেছে। কোনোভাবে ব্যাটারির ওপর শক্তি প্রয়োগ করায় ফোন বিস্ফোরিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর