সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুষ্টিয়া কুমারখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৫৪৭ বার পঠিত



কুষ্টিয়ার কুমারখালীতে এটিএন বাংলার ক্যামেরা পার্সন পুলিশের নির্যাতনের শিকার হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কুমারখালী বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালিত হয়েছে।

গত বুধবার ভোড়ে এটিএন বাংলার ক্যামেরাপার্সন নাজমুস হাসিবকে দায়িত্বপালন কালে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকা থেকে আটক করে গাড়ি তুলেই নির্যাতন শুরু করে কুমারখালী থানা পুলিশ। পরবর্তীতে থানায় নিয়ে এসে কক্ষে আটকিয়ে চোখ বেঁধে হকিস্টিক ও হাতুরী দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ার প্রায় ১০০ জন সাংবাদিক থানায় রাত পর্যন্ত অবস্থান নিলেও পুলিশ নিরব ভূমিকা পালন করে। আহত এই সাংবাদিকের নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে।

এ সময় উপস্থিত ছিলেন, অনলাইন ইউনাইটেড প্রেসক্লাব এর সাধারন সম্পাদক নাহিদ হাসান তিতাস, সহ সভাপতি মুন্সী শাহীন আহম্মেদ জুয়েল, সংগঠনিক সম্পাদক শাহীন রেজা, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, সাধারন সম্পাদক লিপু খন্দকার, এটিএন বাংলার কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার কে এইচ তুহিন আহম্মেদ, দীপ্ত টিভির কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, যমুনা টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, দৈনিক সত্য খবর পত্রিকার বার্তা সম্পাদক শাহরিয়া ইমন রুবেল, ভয়েস অফ কুষ্টিয়ার নির্বাহী সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল (শুভ), বাংলাদেশ টু ডে এর কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি কাজী সাইফুল, দৈনিক আমার সময় কুষ্টিয়া প্রতিনিধি এ জে সুজন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরহাদ আমির টিপু, দৈনিক কুষ্টিয়ার খবরের ব্যবস্থাপনা সম্পাদক আবু মনি সাকলাইন এলিন, দৈনিক আইন বার্তা জেলা প্রতিনিধি নাব্বির আল নাফিজ, দৈনিক সময়ের দিগন্তের ক্রাইম রিপোর্টার আলেক চাঁদ, দৈনিক আমার সংবাদ এর কুমারখালী প্রতিনিধি মাসুদ রানা, আরশিনগর পত্রিকার কুমারখালী প্রতিনিধি আবু দাউদ রিপন, পদ্মা গড়াই প্রতিনিধি এম এ শাহীন, দৈনিক রূপকথার কুমারখালী প্রতিনিধি নাজমুল হাসান পাপ্পু, বিজয় টিভির কুমারখালী খোকসা প্রতিনিধি তানভীর লিটন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার কুমারখালী প্রতিনিধি সোহাগ মাহমুদ, বাংলা টিভির খোকসা কুমারখালী প্রতিনিধি এম এ উল্লাস, বিটিভি নিউজ এর স্টাফ রিপোর্টার নাজমুল হাসান, চ্যানেলস টিভির কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক ভোরের ডাক এর কুমারখালী মোশারফ হোসেন, দৈনিক কুষ্টিয়া খবরের কুমারখালী প্রতিনিধি সাহাবুদ্দিন তৈয়ব উৎপল, দৈনিক আলোকিত সকালের খোকসা প্রতিনিধি রুহুল আমিন পিয়াস, দৈনিক স্বদেশ বিচিত্রা কুমারখালী প্রতিনিধি সবুজ হোসেন, দৈনিক দিনের কুমারখালী প্রতিনিধি কাজু আহমেদ, দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক আবিদ হাসান স্বাধীন, আরেফিন সাগর, তারেক, ক্যামেরাপারসন অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার সহ-সভাপতি আপন খান, দপ্তর সম্পাদক কোহিনূর ইসলাম, এটিএন নিউজের ক্যামেরাম্যান রুবেল, দীপ্ত টিভির ক্যামেরাম্যান বিদ্যুৎ।

সমাবেশে নির্যাতনকারী পুলিশ অফিসার ওসি তদন্ত রাকিব হাসান, এসআই হাসান ও এসআই বিলকিসের প্রত্যাহারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বক্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর