হরিণাকুণ্ডুতে জমি নিয়ে গোলযোগে উভয় পক্ষের ৭জন আহত

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৬২ বার পঠিত

 

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে জমি নিয়ে গোলযোগে দুই পক্ষের তিনজন নারী সহ মোট ৭জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের খলিশাকুন্ডু গ্রামে। আহতরা হলেন ভরস আলী(৪৫),জবেদ আলী(৫০) উভয় পিং মৃত জোয়াদ আলী মন্ডল,আরিফুল ইসলাম(৩৩)পিং তক্কেল আলী, ওজলা বেগম(২৭) স্বামীঃ মারফত আলী,সুন্দরী খাতুন(৬৫) স্বামীঃমৃত জোয়াদ আলী, রবজেল হোসন(৪৫)পিং মৃত আনসার আলী,আনজিরা খাতুন(৪০) স্বামীঃ রবজেল হোসেন। আহত ভরস আলী ও তার ভাবী সুন্দরী খাতুন জানান রবজেল হোসেন পক্ষের সাথে ১০ শতক জমিনিয়ে প্রায় ২০ বছর ধরে মামলা চলার পর গত ৬মাস পূর্বে আমরা আমাদের পক্ষে রায় পায়। রায় পাওয়ার পরথেকে বারবার ওদের জমি ছাড়ার কথা বলে আসলেও কর্ণপাত করেনি তারা। এ বিষয় নিয়ে কয়েকদিন ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে কথাকাটাকাটি চলছিলো। হটাৎ আজ দুপুরে তোয়াজদ্দিনের ছেলে জহুরুল, রবজেল হোসেনের ছেলে মুস্তাক,আনসার আলীর ছেলে রবজেল হোসেন সহ বেশ কয়েকজন আমাদের বাড়ীতে অনধিকার প্রবপশ করে আমাদের ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আঘাত করে আহত করে। পরে এলাকাবাসী আমাদের হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তী করে। এখানেই শেষ নয় আমরা যখোন হাসপাতালে জরুরী বিভাগে ঠিক সেই সময় মুস্তাক ও জহুরুল পূণরায় আমাদের উপর চড়াও হয়ে মারধোর করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতী চলছে বলে জানাগেছে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু আজিফ এর কাছে জানতে চাইলে তিনি বলেন খলিশাকুন্ডু গ্রামে জমিনিয়ে মারামারি হয়েছে, কয়েকজন আহত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর