হরিণাকুণ্ডুতে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ৮১ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ১

ঝিনাইদহ হরিণাকুন্ডু থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৯ বার পঠিত

 

 

 

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল এর ট্যাংকের ভিতরে করে ৮১ বোতল ফেনসিডিল
পাচারের সময় শাহীন (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান।

পুলিশ জানায়,হরিণাকুণ্ডু থানা পুলিশের একটি টিম সোমবার দুপুরের দিকে উপজেলার নাওমারার
মাঠ এলাকায় অভিযান পরিচালনা করছিলো।সেসসময় একটি মোটর সাইকেলক আরোহীকে থামতে বললে পালিয়ে যাওয়ার চেস্টা করে।সন্দেহবসত পুলিশ তাকে আটক করে তল্লাশিকালে মোটর সাইকেলের তেলের ট্যাংকের ভিতরে অভিনব কায়দায় রাখা ফেনসিডিল দেখতে পায়।পরে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি মানিকগঞ্জ জেলার বাসিন্দা।

 

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। হরিণাকুণ্ডু থানায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।আগামীকাল তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর