অবশেষে গাংনীর ইউএনও প্রীতম সাহা বদলি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৬৮ বার পঠিত

 

 

গাংনী উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) প্রীতম সাহাকে বিদায় নিতেই হলো গাংনী থেকে। নানা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিলো তার দুর্নীতির খবর। তিনি স্বৈরাচার হাসিনা সরকারের পক্ষ নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম দুনীর্তির মাধ্যমে  অফিস পরিচালনা করে আসছিলেন। এমন খবর ছড়িয়ে পড়েছিলো সারা দেশে।

অফিস সুত্রে জানা গেছে  গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: পারভেজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গাংনী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহাকে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি এবং তার স্থলে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেনকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের তথ্য জানানো হয়।

আমাদের আরো নিউজ পেতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুনঃ

https://youtu.be/M4-KDPqGwac?si=7mIRT9cH-bh7aWta

https://youtu.be/fsebw2NTl4k?si=Ie9ecxiYmCzgrGXl

https://youtube.com/shorts/gAHy0a8O5zw?si=AHZZ6g1_WRaN7ZLh

আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে  বর্ণিত উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এতদ্বারা নির্দেশক্রমে বদলি/পদায়ন করা হলো।
আদেশে উল্লেখ করা হয়, বর্ণিত কর্মকর্তাদ্বয়কে এখতিয়ারাধীন এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবী আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩(৩) মোতাবেক সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর