আখেরি মোনাজাতের মধ্যদিয়ে রংপুরে শেষ হলো মিনি ইজতেমা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৭১৫ বার পঠিত

আখেরি মোনাজাতে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি, দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনার মধ্যদিয়ে শেষ হলো রংপুর অঞ্চলের মিনি ইজতেমা।
শনিবার (৯ নভেম্বর) নগরীর দমদমা ব্রীজ সংলগ্ন বিশাল মাঠে তিন দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত সম্পন্ন হয়।
সকাল ১১ টা ৪৫ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত।প্রায় ২০ মিনিট চলে এই মোনাজাত। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান।
আখেরি মোনাজাতে প্রায় লক্ষাধিক মুসল্লি দুই হাত তুলে আল্লাহর দরবারে সৎ ও ন্যায়ের পথে থেকে ইসলামের মর্মবাণী অনুসরণের জন্য আল্লাহর করুণা প্রার্থনা করেন। এ সময় তারা চোখের জলে নিজেদের পাপ মুক্তিসহ জাহানের সব মানুষের জন্য মঙ্গল কামনা করেন।
এদিকে ইজতেমার শেষ দিনের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা জড়ো হতে শুরু করেন। বাস, ট্রাক, কাভার্ডভ্যান এ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ইজতেমাস্থলের আসেন।
আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমার মূল মঞ্চ থেকে আশপাশের সব এলাকায় মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে ওঠে। নগরীর ৩৩টি ওয়ার্ডসহ বিভিন্ন উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা ময়দান ও আশপাশে অবস্থান নেন।
এদিকে মোনাজাত শেষে ফিরার পথে রংপুর -ঢাকা মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।প্রায় ঘন্টা তিনেক ধরে পুরো সড়কের মানূষের ঢল নামে।
তবে আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা ও যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর