আবারো মেহেরপুরের অবৈধ যান কেড়ে নিল রোজা নামের ১শিশুর প্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৫৩৮ বার পঠিত

 

আবারো অবৈধ যানের ধাক্কায় প্রাণ গেল রোজা নামের এক শিশুর। ঘটনাটি ঘটে মেহেরপুরে গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সেলো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটাহাম্বার ধাক্কায় নিহত হয় রোজা।
নিহত রোজা উপজেলার গোপালনগর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, রোজা তার মা-বাবার সাথে মোটরসাইকেল যোগে নানি বাড়ি থেকে নিজের যাওয়ার পথে উপজেলার আড়পাড়া বাজারে পৌছালে দ্রুত গতিতে আসা একটি লাটাহাম্বা গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে রোজা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার দেবাশীষ তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি শুনেছি।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করে ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর