উলিপরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শাহীন মন্ডল উলিপুর
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ২১০ বার পঠিত

পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি’ স্লোগানে কুড়িগ্রাম জেলার উলিপুরে কমিউিনিটি পুলিশিং ডে’১৯ পালনে উপজেলা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে র‌্যালী আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত।
শনিবার সকাল ১০টায় র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করেন।
র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের,উলিপুর থানা ইনর্চাজ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, পুলিশ জনতা মিলে কাজ করলে অপরাধ দমন সহজ হয়। উলিপরে মাদকের উপদ্রব রয়েছে। যা পুলিশ ও জনতার একাত্বতায় ইতিমধ্যে অনেক কমেছে। আগামী জনতা পুলিশের সাথে থেকে মাদক নির্মুলে সকলে সহায়তা করুন।
র‌্যালীতে পুলিশ প্রশাসনের পাশাপাশি অনেক সেচ্ছাসেবী সংগঠন, স্কুল, কলেজ অংশ নিয়ে কমিউিনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর