উলিপুরে ওসি গোলাম মর্তুজা পেলেন বিপ্লবী জনতা স্টার অ্যাওয়ার্ড

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৬৯ বার পঠিত

 

 

‍‍`বিপ্লবী জনতা স্টার অ্যাওয়ার্ড-২০২৩‍‍` অর্জন করেছেন কুড়িগ্রামের উলিপুর থানার ওসি মো. গোলাম মর্তুজা। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন সাপ্তাহিক বিপ্লবী জনতা।

শনিবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় কচিঁ-কাচার মেলা, সেগুনবাগিচা ঢাকায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত না থাকায় আয়োজক কমিটি পদকটি গতকাল কুরিয়ারের মাধ্যমে উলিপুর থানায় পৌঁছে দেয়।

স্থানীয়রা জানায়, উলিপুর থানায় গোলাম মর্তুজা ওসি হিসেবে যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। থানা এলাকায় অপরাধ দমনে ও পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, যেকোন পুরস্কার মানুষের মাঝে উৎসাহ জোগায়। এই অ্যাওয়ার্ড আমার কর্মক্ষেত্রে আরো প্রেরণা জোগাবে। দেশ ও মানুষের জন্য আগামীতে এর চেয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর