কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের সময় ৬জন কে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের ফকির মোহাম্মদ পানাতিপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী শহিদুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ জন কে হাতে-নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, কোবাদ আলী, কাশেম আলী,শাহীন আলম, এরশাদ আলী ও জাহিদুল ইসলাম।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।