আজ রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব খাদ্য কর্মসূচি সহযোগিতায় ও গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিল্ডিং রিজিলিয়েন্স টু এচিভ জিরো হাঙ্গার নামক প্রকল্পের মাধ্যমে পূর্বাভাস ভিত্তিক সহযোগিতা কার্যক্রমের আওতায় ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল আজিজ প্রধান, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, ডব্লিএফপির প্রতিনিধি সাদেক আলী, গুড নেইবারস বাংলাদেশ এর উপজেলা কো-অর্ডিনেটর দিপক কুমার দাস প্রমুখ। সংস্থাটি উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বন্যা কবলিত মানুষের জন্য কাজ করছে।