উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু

নয়ন দাসকুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ মে, ২০২১
  • ৪৯৪ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৃথক দুটি ঘটনায় এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নে ফারাজীপাড়া গ্রামের আমজাদ হোসেনের শিশুকন্যা রোকাইয়া জান্নাত ফুটালী (১০) ফ্যানের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু।

 

অপরদিকে, রবিবার সকাল ১০ টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা ছিলাখানা গ্রামের থ্রি হুইলার চালক রফিকুল ইসলাম(৪৫)নিজ বাড়ির বিদ্যুৎ এর লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে পড়ে।

 

এ সময় মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর