উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩৫৮ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে বিদ্যুৎস্পৃষ্টে নুরনবী (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।নুরনবী উলিপুর পৌরশহরের পশ্চিম নাওডাঙ্গা গ্রামের মফিজুর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।

 

স্থানীয়রা জানান, নুরনবী সকালে বাড়ির পাশে জমিতে মাটি কাটছিল। এ সময় বিদ্যুতের খুঁটির টানার সঙ্গে কোদাল লেগে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উলিপুর থানার উপ-পরিদর্শন (এসআই) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর