কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দরিদ্র কৃষক রফিকুল ইসলামের একটি গাভী গরু। এ সময় অপর একটি গরু ও বাছুর অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। আগুনের লেলিহান শিখায় গোয়াল ঘরসহ বসতভিটা আগুনে পুড়ে গেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে রামপ্রসাদ এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় মাহবুবুর রহমান (৫৫), নুরবনী আজাদ (৩৩) ও সাকিব মিয়া (১৮) বলেন, উপজেলার থেতরাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রামপ্রসাদ গ্রামের খয়বর আলীর পুত্র দরিদ্র কৃষক রফিকুল ইসলাম (৫২) এর বাড়িতে শুক্রবার রাতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গোয়াল ঘরে আগুন ধরে যায়। এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তার আগেই গোয়াল ঘর গরুসহ পাশে থাকা অপর একটি ঘর ভূষ্মীভূত হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
কৃষক রফিকুল ইসলাম জানান, আগুনে পুড়ে তার একটি গাভীন গরু মারা যায়। গরুটি বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। এছাড়া আগুনে পুড়ে অপর একটি গরু ও বাছুর অগ্নিগগ্ধ হয় ও গোয়াল ঘরসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সব কিছু হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
থেতরাই ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।