কুড়িগ্রামের উলিপুরে সাত জুয়াড়িকে কিছু টাকা ও কয়েকটি মোবাইল ফোন সহ আটক করেছেন পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়ারিদেরকে কিছু টাকা ও কয়েকটি মোবাইল ফোন সহ জুয়াড়িদেরকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ কর্তৃক ধৃতকৃত আসামীরা হলেন ধামশ্রেনী ইউনিয়নের বাকারা মধ্যেপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ বেলাল (৪০), আঠারো পাইকপাড়া গ্রামের আবতার আলীর ছেলে চাদ মিয়া (৪৫), ও শাহাজাহান আলীর ছেলে রাজু মিয়া (৩০), ফুল মিয়ার ছেলে জামরুল ইসলাম (৩০), মোহাদেব ফকির পাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০), উত্তর দলদলিয়া ইউনিয়নের চতলারপাড় গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাহমুদুল ইসলাম (৩৮), ও উত্তর কদমতলার মৃত নইমুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।
আজ (শনিবার ২১আগষ্ট) উলিপুর থানার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করা হয়েছে।