কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মানাধীন মডেল মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল হেলাল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে নামীয় ১শ ৪জন ও অজ্ঞাত নামা আরও ৬শ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। ওই মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।