কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান মাধ্যমিক বিদ্যালয় ও বলিদাপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক মোঃশহিদুল ইসলাম।
গত ১০-০৪-২০২১ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহম্মদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে একসাথে দুই মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শহিদুল ইসলামকে ইসলামিয়া কলেজের শিক্ষক-কর্মচারী সহ, আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ বিষয়ে শহিদুল ইসলাম জানান এই দুটি বিদ্যালয় আমাদের এলাকার, যার মধ্যে আমি একটাতে নিজেও পড়াশোনা করেছি, আমার প্রধান কাজ হবে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল শিক্ষাব্যবস্থাকে বাস্তবায়ন করা। এছাড়া বিদ্যালয়ের মানোন্নয়ন এবং পিছিয়ে পড়া ছাত্র দের পড়াশোনার সঠিক সুযোগ করে দিতে কাজ করবো, এছাড়াও শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে মনোরম শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করবো।