আজ ২৭/০৩/২০২৩ তারিখ ০৫ ঘটিকায় চট্রগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানাধীন সি-বিচ ওয়াই জংশনের পাশে সি-বিচ মুখী রাস্তার পার্শ্বে নির্জন স্থান হতে দস্যূতা অনুষ্ঠানের উদ্যোগ সহকারে অবস্থানকালে একাধিক ছিনতাই মামলার আসামি মোঃ নাজিম উদ্দিন (২৪)’কে ০১ টি স্টিলের তৈরি টিপ ছোরা সহ হাতে নাতে গ্রেফতার করেন।
তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে দস্যূতা সংঘটনের উদ্যোগের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় পেনাল কোড অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে।