এডভোকেট নয়ন নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৭২৭ বার পঠিত

এডভোকেট নয়ন নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল!

এমরান হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন রায়পুরে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এতে জেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে যেমন খুশির হাওয়া বইছে তেমনি জেলার সংসদীয় আসন (সদরের আংশিক) রায়পুরের বিভিন্ন ইউনিয়নে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের আওয়ামী লীগ কতৃক গতকাল সন্ধ্যায় আনন্দ র‌্যালি ও মিছিলের আয়োজন করেন। সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মেম্বারের উদ্যোগে রসুলগঞ্জ বাজারে আনন্দ মিছিলে আরও ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন ফিরোজ, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সেলিম, সহ-সভাপতি নাজিম উদ্দিন রিপন, মফিজুল ইসলাম পাটোয়ারী মামুন,নুর আলম চৌধুরী মাসুম। সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন পাটোয়ারী,থানা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এবিএম গোফরান হোসেন বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন আওয়ামীলীগ থেকে নৌকার মাঝি হওয়ায় জেলাব্যাপী আনন্দের বন্যা বয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের মাঝে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর