এলাকার উন্নয়ন ও গরিব মানুষের দুঃখ-কষ্ট দেখলে যার মন ব্যথায় কুঁকড়ে উঠে তার নাম রকি সওদাগর। বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে পিছিয়ে পড়া ও অনুন্নত এলাকার রাস্তাঘাট উন্নয়ন করাসহ গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার নেশা। রকি সওদাগরের বাড়ি লক্ষীপুর কমলনগর উপজেলা চরমার্টিনের আমিন সওদাগর বাড়ীর আমিন সওদাগরের ছেলে রকি সদাগর।
রকি সওদাগর রাজনীতি করলেও বর্তমানে সে পরিচয় ছাপিয়ে দুস্থ অসহায় মানুষের সেবায় নিজেকে ব্যস্ত রাখেন। আর্মি দরজা থেকে ডাচ্ বাংলা সড়ক, হাওলাদার বাড়ি থেকে ডাচ্ বাংলা সড়ক রকি সদাগর নিজ অর্থায়নে মেরামত করেন।
স্থানীয় আব্দুল মতিন নামের এক বৃদ্ধ বলেন-‘তার উদ্দেশ্য ভালো। সে মানুষের সেবা করে। সে মানুষ হিসেবেও ভালো। আমাদের রাস্তা ছিল না, সে একটা রাস্তা করে দিয়েছে। আমরা তাকে দোয়া করি।’
রকি সওদাগর বলেন-‘আমি জনগণের সেবা করে যেতে চাই। জনগণের পাশে থাকতে চাই। এক প্রশ্নের জবাবে রকি সওদাগর বলেন- মানুষের দুঃখ-কষ্ট দেখলে স্থির থাকতে পারিনা। তাই নিজেকে জনগণের কাজে ব্যস্ত রাখি।’