মেহেরপুরের সম্প্রতি যোগদানকৃত এসআই আবুল বাশারের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার পর মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবুল বাশার মৃত্যুবরণ করেন।
আবুল বাশার খুলনার তেরোখাদার লাল মোহাম্মদ খানের ছেলে। আবুল বাশার চলতি মাসের ২ তারিখে বাগেরহাট থেকে মেহেরপুরে লাইন ওয়ার হিসাবে যোগদান করেন। মরহুম আবুল বাশারের স্ত্রী, চার সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
জানা গেছে শনিবার বিকেলের দিকে আবুল বাশারের হার্ট অ্যাটাক করে। দ্রুত তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান রাত ১১ টায় পুলিশ লাইনে জানাজা শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।