কালীগঞ্জে পৌর নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন মেয়র পার্থী এস এম রবিন হোসেন
মো: আজগর হোসেন পাঠান।কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে আ’লীগের মনোনিত মেয়র প্রার্থী পৌর আ’লীগের সভাপতি এস এম রবিন হোসেন পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করে ব্যাস্ত সময় পার করছেন।
শুক্রবার বিকেলে নির্বাচনী প্রচারনার অংশে হিসেবে পৌর ৬নং ওয়ার্ডে ভোটারের মন জয় করে ভোট পাওয়ার আশায় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। পাড়া মহল্লা এবং বিভিন্ন মোড়ে চায়ের কাপে ধোয়া তুলতে তুলতে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনাসহ ভোটের হিসাব নিকাষ। সব মিলিয়ে কালীগঞ্জ পৌরসভার নির্বাচনী গরম হাওয়া শীতকে পরাজিত করছে বলে মনে করেন অনেকে।
এসময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ শ্রমীক কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস সাইফুল ইসলাম, ৬ং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ লোকমান হোসেন পনির, প্রার্থী প্রবির চন্দ্র দাস, কাউন্সিলর পদপ্রার্থী কাদির হোসেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি প্রহলাদ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মো নুরুল আমিন খান, যুবলীগের সভাপতি মোঃ মাসুদুর রহমান, সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সুরুজ,আ’লীগ নেতা আবিদ খান ছোটন, মোঃ জামান শেখ, জহিরুল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম আই লিকন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক তৌকির আহমেদ অভি, ইসলাম,মারফত, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক তানজিল ইসলাম তাইম, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তাহসান হাসান সিয়ামসহ আ’লীগ অঙ্গ সংগঠনের নেতা বৃন্দ।
৫ম ধাপে ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌর নির্বাচন। পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৬ হাজার ৬৪০ জন। পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ ও নারী ভোটার ১৮ হাজার ৩১৯ জন। এতে ৯ টি ওয়ার্ড রয়েছে। ভোট কেন্দ্রের সংখ্যা মোট ১৭ টি এবং ভোট কক্ষের সংখ্যা ১০৬ টি।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকতা ও কালীগঞ্জ পৌর নির্বাচন সহকারী রিটানিং কর্মকর্তা ফারিজা নূর জানান, আগামী ৪ ফেরুয়ারী মনোনয়ন যাচাই-বাছাই, ১১ ফেব্রুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ১২ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং ২৮ ফেব্রুয়ারী ভোট গ্রহন হবে।