কালীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি এস,এম আলমগীর এর মোটরসাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৬৮৭ বার পঠিত

কালীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি এস,এম আলমগীর এর মোটরসাইকেল শোভাযাত্রা


আজগর পাঠান,কালীগঞ্জ প্রতিনিধিঃকালীগঞ্জে আওয়ামী যুবলীগের এর এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি এস,এম আলমগীর হোসেন । শনিবার দুপুর ৩টার দিকে আনুমানিক চারশত মোটরসাইকেল নিয়ে জামালপুর ইউনিয়ন গোল্লারটেক এস,এম আলমগীর এর বাসভবন থেকে এ শোভাযাত্রা বের করা হয়। এতে করে আধা ঘন্টা তীব্র শীতে রাস্তায় আটকে থাকতে হয় বিভিন্ন পরিবহনের যাত্রী ও পথচারিদের। দীর্ঘ এই শোভাযাত্রা দেখে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আব্দুল আজিজ নামের ৬০ বছর বয়সী এক পথচারি বলেন, ‘এতো বয়সেও এমন বিশাল মোটরসাইকেল বহর নিয়ে মিছিল দেখিনি। এক সাথে মোটরসাইকেল নিয়ে অনেক মিছিলই হয়েছে, কিন্তু এর চেয়ে বড় কেউ করতে পারেনি।’ তার মতোই নূরুল হুদা নামের এক অটোটেম্পো যাত্রী বলেন, ‘কষ্ট করে রাস্তায় দাঁড়ায়ে থাকলেও এতো বড় শোভাযাত্রা দেখে ভালোই লাগছে। এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি এস,এম আলমগীর হোসেন । তিনি সেখানে শোভাযাত্রার শেষে পথ নির্দেশনা দেওয়ার পাশাপাশি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জে মেহের আফরোজ চুমকি আপা যাকে নৌকার মাঝি করবে তার পক্ষেই কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ নৌকার জয় সুনিশ্চিত করে ঘরে ফিরবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর