গত ২৫/১১/২০১৯ইং সোমবার অনুমান সকাল ১০টা ৩০ঘটিকার সময় গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন মোজারমিল হাজী দুদু দেওয়ান মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে মোসাঃ মিলি খাতুন (১৬) অপহরণ হয়। মিলি অত্র থানার তেতুইবাড়ী (আবু বক্কর সিদ্দিকী এর বাড়ীর ভাড়াটিয়া) এলাকার মোঃ নুরুল ইসলাম এর মেয়ে। এ বিষয়ে গত ২/১২/২০১৯ইং সোমবার মিলির বাবা নুরুল ইসলাম বাদী হয়ে কাশিমপুর থানায় অপহরন মামলা দায়ের করেন। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলী খান সাহেবের নির্দেশনায় অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সাইদুল ইসলাম সঙ্গীয় অফিসার, ফোর্স ও সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন একঢালা গ্রামের পুর্নবাসনকেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ৮/১২/২০১৯ইং রবিবার রাত ০৩.০০ ঘটিকার সময় মোসাঃ মিলি খাতুন (ভিকটিম) উদ্ধার সহ রহিম বাদশা নামের এক অপহরণ কারীকে আটক করেন। আটককৃত অপহরণকারী মোঃ রহিম বাদশা (২০) সিরাজগঞ্জ জেলার সদর থানার ডিগ্রীপাড়া গ্রামের মোঃ আবুল কালাম এর ছেলে। রহিম বাদশা’কে (৯/১২/২০১৯ইং সোমবার) অপহরণ মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করেন কাশিমপুর থানা পুলিশ।