ছাত্র আন্দোলনে সারা দেশে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া ও গুম হওয়া নিখোঁজদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে । কুষ্টিয়ায় মঙ্গলবার বাদ আছর কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে এ গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া উলামা বিভাগের আয়োজনে গায়েবানা জানাজার ইমামতি করেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম। দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আমীর হামজা। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা উলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলী, সেক্রেটারি ইয়াসির আরাফাত জিহাদী, ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হুসাইন, শহর সভাপতি হাফেজ সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জামায়াতের প্রবীণ নেতা অধ্যাপক ফরহাদ হুসাইন, নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দারসহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র জনতা। দোয়া অনুষ্ঠানে ৬ উপজেলার মসজিদ, মাদ্রাসার আলেম উলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
এসময় সাধারণ জনতার দাবির পরিপ্রেক্ষিতে জেলা জামায়াতের আমির মুজিব চত্বরের পরিবর্তে শহিদ চত্বর নামকরণ করেন।