কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা দানবীর আলাউদ্দিন আহমেদের জন্মদিন পালিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১০৬ বার পঠিত

 

 

 

কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা দানবীর আলাউদ্দিন আহমেদের জন্মদিন পালিত হয়। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলথ্ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, দেশ বরেণ্য শিল্পপতি, সমাজসেবক, সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী, আলাউদ্দিন নগরের রুপকার, আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীর জনক ও বীর মুক্তিযোদ্ধা দানবীর আলাউদ্দিন আহমেদের ৮০ তম জন্মদিন উপলক্ষে ৩১ শে জুলাই বুধবার সকাল ১১ টার সময় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কের অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ার্দারের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন। এসময় কুমারখালীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগনসহ স্থানীয় ও বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলাউদ্দিন আহমেদ তিনি শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় অবস্থান করায় উপস্থিত হতে পারেন নাই বলে মোবাইল ফোনের মাধ্যমে খুদে বার্তায় দুঃখ প্রকাশ করেন। সেই সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে মোবাইল ফলে তিনি তার শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দরা দানবীর আলাউদ্দিন আহমেদের জীবনী সম্পর্কে নানাবিধ স্মৃতিচারণ করেন এবং তার আরও দীর্ঘায়ু কামনা করেন। বিশেষ করে কুষ্টিয়া কুমারখালীর সকল মুক্তিযোদ্ধারা তার জন্মদিন পালন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে।
আলোচনা সভা শেষে কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। অন্যদিকে তার নিজ হাতে তৈরিকৃত শিক্ষা প্রতিষ্ঠান আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লীর আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজে দুপুর ২ ঘটিকার সময় তার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সে সময় উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত হয়ে তার তার জন্য দোয়া চেয়ে মহান সৃষ্টিকর্তার কাছে তাদের দীর্ঘায়ু কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর