কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় শ্রমিকলীগ কর্তৃক শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৬৭৪ বার পঠিত



করোণা মহামারীর দ্বিতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কুষ্টিয়া গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় শ্রমিক লীগ কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান সহ ঈদ উপহার বিতরণ করেন।



আজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় গণপূর্ত অধিদপ্তর অফিসের সম্মুখে জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান এর ব্যবস্থাপনায় ও গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ কায়সার ইবনে সাঈখ এর সহযোগিতায়
কর্মহীন শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার তুলে দেন।



আর্থিক অনুদান ও ঈদ উপহার বিতরণের সময় গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ কায়সার ইবনে সাঈখ কর্মহীন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, করোনাকালীন সময়ে দেশের প্রতিটা শ্রমিকই এখন বেকার এজন্যই আমাদের সহযোগিতায় আপনাদের মাঝে কিছু নগদ অর্থ ঈদ উপহার প্রদান করছি। অন্তত ঈদের দিন যেন আপনারা হাসিমুখে দিনটা উদযাপন করতে পারেন।

 



অন্যদিকে জাতীয় শ্রমিক লীগের যুন্ম সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান উপস্থিত কর্মহীন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার ব্যক্তিগত ব্যবস্থাপনায় আপনাদের মাঝে আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করছি যেন করোনাকালীন এই দুঃসময়ে পবিত্র ঈদুল ফিতরের দিন অন্তত একটু আনন্দিত হয়ে দিনটা পালন করতে পারেন।

আর্থিক অনুদান ও ঈদ উপহার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান ও গণপূর্ত সিবিএর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর