কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ২১ তারিখ বুধবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷ গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে শংকরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ৷
গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ৷ গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক লাল্টু রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি গোলাম বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩নং ওয়ার্ড আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রজব আলী, সাধারন সম্পাদক আরজু আহমেদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ডাঃ এছেম আলী প্রমূখ ৷