কুষ্টিয়ায় আজকের পত্রিকার ২য় বর্ষ পুর্তি পালিত হয়েছে। বুধবার বেলা ৩টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সাংবাদিক পিনু/খোকন মিলনআয়তনে আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এসময় আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি, জেলা জর্জ আদালতের কৌশলী (পিপি),ও কুষ্টিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডঃ অনুপ কুমার নন্দী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরর সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম এবং কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। এসময় বক্তারা বলেন, একটি পত্রিকা শুধু নিষ্ঠার সাথে কাজ করলেই এত দ্রুত সামনের দিকে এগুলো সম্ভব। আজকের পত্রিকার শিরোনাম এবং সংবাদের উপস্থাপন নতুন সাংবাদিকদের জন্য অনেক শিক্ষানীয়। আজকের পত্রিকার উত্তরত্তর সাফল্য কামনা করে অতিথীরা বলেন, দেশ ও স্বাধীনতার পক্ষে সবসময় এই পত্রিকা কথা বলার কারনেই এটি আজ সারা দেশে স্থানীয় পত্রিকা হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক মাহামুদ হাসানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন আরটিভির স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, এনটিভির জেলা প্রতিনিধি শ্যামলী ইয়াসমিন, বিটিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তামীম আদনান, স্বদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি ফয়সাল চৌধুরী, দেশের বানীর ভারপ্রাপ্ত সম্পাদক রাকিবুল ইসলাম, বাংলাদেশ বুলেটিন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও দৈনিক গণকন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিনিধি, ঢাকা টাইমস ও গণকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি সাইফ উদ্দিন আল আজাদ, স্বর্নযুগের ভারপ্রাপ্ত সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানে কুষ্টিয়ার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক এবং সুধিজন উপস্থিত ছিলেন। পরে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তির কেক কাটেন অতিথিবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্তর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।