কুষ্টিয়ায় জাতীয় শোক দিবস পালিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯০ বার পঠিত

 

 

 

 

১৫ আগস্ট ২০২৩ তারিখ মঙ্গলবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে সকালে কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্যে এবং মজমপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অতঃপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ এহেতেশাম রেজা, জেলা প্রশাসক, কুষ্টিয়া। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কুষ্টিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ সরকারি কৌঁসুলি, বিজ্ঞ পিপি, সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, কুষ্টিয়া, উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া সদর, সহকারী কমিশনার (ভূমি) কুষ্টিয়া সদর, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।
এছাড়াও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খাঁন সহ সকল নেতাকর্মী, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ জেলা শ্রমিক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পেশাজীবী ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ে ০১ (এক) মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতা এবং জেলা শিশু একাডেমি ও জেলা প্রশাসন, কুষ্টিয়ার যৌথ আয়োজনে শোক দিবস উপলক্ষে শিশুদের আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর