কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ-নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ২১১ বার পঠিত

 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট এলাকার খবিরের সিএনজি ড্রাইভার জালাল (৪০), একই এলাকার মেজবার কন্যা রুনা (২৬) ও রুনার শিশু কন্যা রুজদী (৬ মাস)।

জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক কুষ্টিয়ার দিক থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।

হাইওয়ে থানার ওসি জয়নুল আবেদিন জানান, ট্রাক ড্রাইভার ঘাতক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর