কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট এলাকার খবিরের সিএনজি ড্রাইভার জালাল (৪০), একই এলাকার মেজবার কন্যা রুনা (২৬) ও রুনার শিশু কন্যা রুজদী (৬ মাস)।
জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক কুষ্টিয়ার দিক থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।
হাইওয়ে থানার ওসি জয়নুল আবেদিন জানান, ট্রাক ড্রাইভার ঘাতক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।