কুষ্টিয়ায় বিধান হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৩৯ বার পঠিত
  কুষ্টিয়ায় কিশোর সাগর আহমেদ বিধান হত্যায় জড়িত আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
২৩শে জানুয়ারি রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের জুগিয়া পালপারায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বিধান হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবী চেয়ে বক্তব্য রাখেন তার মা মোছাঃ সবেদা খাতুন, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ শাহিন উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা। ঘন্টাব্যপীচলা উক্ত মানবন্ধনে এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।
গত ১৮জানুয়ারী বিকেলে নিখোঁজের ১০দিন পর হাতপা বাধা অবস্থায় বিধানের মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এঘটনায় জড়িতের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রেম ঘটিত কারণে সাগর আহমেদ বিধানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংএ জানায় পুলিশ। বিধান জুগিয়া পালপাড়া এলাকার আব্দুল গণির ছেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর