কুষ্টিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় বিআরবি’র কর্মকর্তা নিহত

কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫৮৮ বার পঠিত





রবিবার ভোরে কুষ্টিয়া ঝিনাইদহ মহা সড়কের কুমারগাড়া বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সামনে বেপরোয়াগামী মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নিহত হয়েছেন। তিনি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এবং কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।



স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিন নিজাম উদ্দিন হাঁটতে বের হতেন। প্রতিদিনের ন্যায় আজ সকালেও হাঁটতে বের হয়েছিলেন। হাঁটতে হাঁটতে বিআরবি’র সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়াগামী মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনা স্থালেই তিনি মারা যান।

 

এ সময় মাইক্রোবাসটি নিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন এসে মাইক্রোবাসকে ধরে ফেলে। পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

 


এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আমরা লাশ মর্গে প্রেরণ করেছি তবে আটককৃত মাইক্রোবাসটি পুলিশ ফাঁড়ির অধীনে আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর