কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ১০ নং উজানগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা ও সকল ইউপি সদস্যদের দায়িত্বভার গ্রহন অনুষ্টান অনুষ্টিত হয়েছে। গত রবিবার ২০ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে ইউনিয়ন পরিষদের সাবেক ও বিদায়ী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব সাবুবীন ইসলাম সাবু তিনি তার দায়িত্ব হস্তান্তর করেন বর্তমান চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লার কাছে। ওই সময় তিনি বলেন, আমি দীর্ঘ ১৫ বছর পর এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছি। নব নির্বাচিত চেয়ারম্যান জনাব সানোয়ার হোসেন মোল্লাও সব সময় মানুষের পাশে থাকবে। তিনি আরো বলেন, আমি যদি কখনো কারোর মনে কষ্ট দিয়ে থাকি তাহলে এই বিদায় বেলা আমাকে ক্ষমা করে দিবেন।
এইদিকে নব নির্বাচিত চেয়ারম্যান অর্পিত দায়িত্ব বুঝে নেওয়ার পর তিনি বলেন, আপনারা আমাকে প্রচুর পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছেন এর জন্য আমি আপনাদেরকে কাছে ঋণী হয়ে থাকলাম। আজ আমি যে দায়িত্ব গ্রহণ করছি তা আপনাদেরই অবদান। আজ আপনারা আমাকে যে চেয়ারটিতে বসালেন উক্ত চেয়ারের মর্যাদা আমি রাখবো এবং অত্র ইউনিয়নকে আমি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো আপনারা যদি আপন আমার পাশে থাকেন। এছাড়াও ইউপির সকল সদস্যদের সাথে নিয়ে ইউনিয়নের সার্বিক কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনাদের জন্য আমার দোয়ার সব সময় খোলা, যে কোন সমস্যায় পড়লে আপনারা আমাকে সরাসরি জানাবেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান ও ইউপি সচিব রুবি আফরোজ, প্রফেসর এম, এ মজিদ, জাহাঙ্গীর কবির লিপ্টন সহ এলাকার শুধু মহল থেকে শুরু করে সর্বস্তরের জনগণ।