কুড়িগ্রামে ডিজিটাল সেন্টারের ১১ বছরের পূর্তি উদযাপন

নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৩৭ বার পঠিত

 

কুড়িগ্রামে ডিজিটাল সেন্টারের ১১বছরের পূর্তি উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ই-সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিলুফা সুলতানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। জেলা প্রশাসন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই), তথ্য ও প্রযুক্তি বিভাগ অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তারা জানান, ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে নাগরিকদের দোর গোড়ায় পৌঁছে দেয়া হয় ৬০ ধরণের সেবা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর