কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে জেলে মাইদুল ইসলামের জালে ২৩ কেজি ওজনের একটি বাঘা আইড় ধরা পড়েছে। সকালে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বিশালাকার মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান ওই এলাকায়।
মাছটি বিক্রির জন্য পৌর বাজারে উন্মুক্ত ডাকের আয়োজন করা হয়। নিলামে ৮০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৪০০শ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সুমন মিয়া। পরে মাছটি কেটে ১ হাজার ১শ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ২০০টাকায় খুচরা বিক্রি করেন তিনি।
স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার যাত্রাপুর এলাকার জেলে মাইদুল ইসলাম ব্রহ্মপুত্র নদে জাল ফেলেন। হঠাৎ তার জালে ২৩ কেজি ওজনের এই বাঘা আইড় মাছটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী সুমন জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। বিভিন্ন ঘাট থেকে আসা বড় মাছ কিনে আমি তা কেটে খুচরা বিক্রির করি।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উভয়ই খুশি।