কুড়িগ্রামে হেডফোন কানে দিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়লো এক কিশোর

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৩২ বার পঠিত

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে হেডফোন কানে দিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাসেল (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দিনোবাজার এলাকায় এঘটনা ঘটে। মৃত রাসেল রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার মজিদ মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, রেল লাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল কিশোর রাসেল। এ অবস্থায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে সংযোগকারী শাটল ট্রেনটি কুড়িগ্রাম থেকে কাউনিয়ায় যাত্রী নিয়ে যাওয়ার পথে ওই ট্রেনে নিচে কাটা পড়ে রাসেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, নিহত ওই কিশোরের বাড়ি রেললাইনের পাশেই। অসাবধানতাবসত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর