কুড়িগ্রামে ২০দিনের প্রশিক্ষণে সেলাই মেশিন পেল ৩০জন

নয়ন দাস, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৫৮৮ বার পঠিত

 

কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০দিন ব্যাপী প্রশিক্ষণ পরবর্তী ৩০জনকে দেয়া হয়েছে সেলাই মেশিন। সোমবার দুপুরে জেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকরণ হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মো. জাফর আলী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, সদস্য মাহবুবা বেগম লাভলী, সহকারি প্রকৌশলী মিজানুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, নারীদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোক্তা তৈরীতে আগ্রহি নারীদের নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান করা হয়। যাতে প্রশিক্ষণ পরবর্তী সময়ে তারা নিজেরাই আয়মূলক কাজ শুরু করতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর