খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ- ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ২০৯ বার পঠিত

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী রোববার (১ ডিসেম্বর) দলীয় কার্যলয়ের সামনে সমাবেশ করা হবে বলে জানিয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৭ নভেম্বর) দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এক কথা বলেন রিজভী। ‘মানুষ বিমানে চড়তে পারে না, আমরা বিমানে পেঁয়াজ নিয়ে এসেছি’ বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যর সমালোচনা করে রিজভী বলেন, অবৈধ সরকারের মন্ত্রীদের মুখে এ ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যই শোভা পায়।রিজভী বলেন, মন্ত্রীদের নেতৃত্বেই ব্যবসায়ীরা বাজার সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। আর এ কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে কোনো নিয়ন্ত্রণ নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর