মুজমুল হক প্রতিনিধি গংগাচড়া রংপুর :গংগাচড়ার কোলকোন্দে অনুষ্ঠিত হলো গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ সেবা বিষয়ক ৬ষ্ঠ ক্যাম্পেইন-২০১৯ রংপুরের গংগাচড়ার কোলকোন্দ ইউনিয়নের পরিবার পরিকল্পনা ক্লিনিক মাঠে ” মা ও শিশুর মৃত্যু রোধ করি সুস্থ সবল জাতি গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো গর্ভপতী মা ও শিশুর স্বাস্থ সেবা বিষয়ক ৬ষ্ট ক্যাম্পেইন ২০১৯ আজ বৃহস্পতিবার (২১শে নভেম্বর) সকাল ১০ টায় বি এসসি ইন নার্সিং ৪র্থ বর্ষ (৬ষ্ট ব্যাচ) সেশন২০১৫-২০১৬ ইং রংপুর নার্সিং কলেজ রংপুর এর আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইন এ এক সংক্ষিপ্ত
আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: এ.কে.এম নুরন্নবী লাইজু অধক্ষ রংপুর মেডিকেল কলেজ রংপুর,সভাপতিত্ব করেন মোছাঃ রিজিয়া খাতুন অধ্যক্ষ রংপুর নার্সিং কলেজ রংপুর,বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মো: মাহাফিজুর রহমান ভাইস প্রিন্সিপাল রংপুর মেডিকেল কলেজ রংপুর,ডা: মো: ফরিদুল ইসলাম চৌধুরী পরিচালক রংপুর মেডিকেল কলেজ রংপুর, নার্সিং সুপারেন্টেন্ট মোসলেমা খাতুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর,ডাক্তার মোঃ তৌহিদুর রহমান উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গংগাচড়া রংপুর, এছাড়াও আরও উপস্থিত ছিলেন রংপুর নার্সিং কলেজ রংপুর এর শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী সহ আরও অনেকে। আলোচনা শেষে অতিথি বৃন্দ ছাত্র ছাত্রীদের স্বাস্থ সেবার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর বিকেল ৪টা পর্যন্ত রংপুর নার্সিং কলেজের ৪র্থ বর্ষের প্রায় ১০০ জন ছাত্র ছাত্রী ৫ টি স্টলে প্রায় ৭০ জন গর্ভপতি মাকে বিভিন্ন স্বাস্থ সেবা প্রদান করেন। এতে রক্ত ও বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করে পুষ্টিকর ও স্বাস্থ সম্মত খাবার,গর্ভবতী মায়ের যত্ন চলাফেরা ও বাচ্চা পসব পরবর্তী টিকা দেওয়া সহ বিভিন্ন দিক তুলে ধরেন।