রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের হল রুমে আজ সোমবার পাঁচ দিন ব্যাপি দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে ACTIVE CITIZEN YOUTH LEDARSHIP TARANING এর উদ্বোধন করা হয়। এতে অংশ গ্রহন করেন ১৮-৩৫ বছরের ৩০জন তরুন তরুনী । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০২নং কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সোহরাব আলী রাজু অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো: হোদা মিয়া ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড মো: রবিউজ্জামান রুবেল ০৮ নং ওয়ার্ড, মহিলা সদস্য জাহেরা বেগম ইউনিয়ন সচিব সহ আর ও অনেকে।