গংগাচড়া উপজেলায় যথাযথ মর্যাদায় উদযাপিত হল কমিউনিটি পুলিশিং ডে

মো: মজমুল হক গংগাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ২১৩ বার পঠিত

রংপুর জেলার গংগাচড়া মডেল থানার আয়োজনে যথাযত মর্যাদায় পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ । সেই সাথে উৎযাপিত হলো কমিউনিটি পুলিশের প্রথম জন্মদিন। আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে গংগাচড়া মডেল থানা প্রাঙ্গন থেকে সকাল ১১ ঘটিকার সময়একটি বর্নাঢ্য রেলি বের হয়ে গংগাচড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গংগাচড়া মডেল থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। রেলি শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল আবু তৈয়ব মো আরিফ রংপুর গংগাচড়া মডেল থানা ইনচার্জ মসিউর রহমান গংগাচড়া কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মো নুর আমিন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল আলী আরিফ সরকার রিজু প্রমুখ।পরে বিকেল চারটায় গংগাচড় কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে গংগাচড় উপজেলার ঐতিহ্যবাহী বড়বিল মন্থনা হাট মাঠে এক প্রিতি ফুটবল ম্যচের আয়োজন করা হয়,এতে অংশ গ্রহন করেন কোলকোন্দ ইউনিয়ন কমিউনিটি পুলশিং কমিটি ও বড়বিল কমিউনিটি পুলিশিং কমিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর